যোগাযোগ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা

আপনাদের হেল্পলাইন নাম্বার কি?

রকমারি বাজার সংক্রান্ত আপনার যেকোনো প্রশ্ন অথবা সমস্যার সমাধানের জন্য কল করুন এই নাম্বারে- (096-96878258)

আপনাদের ই-মেইল এড্রেসটি কি?

আমাদের ই-মেইল এড্রেসটি হলো ( rokomarybazar@gmail.com )

কেনাকাটা অথবা পেমেন্ট করতে সমস্যা হলে তার স্ক্রীণশট কিভাবে পাঠাবো?

আপনার সমস্যাটির একটি স্ক্রীনশট আমাদের মেইল   

( rokomarybazar@gmail.com ) এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ, আমাদের এখান থেকে আপনার সাথে এই বিষয়ে যোগাযোগ করা হবে শীঘ্রই।

আপনাদের অফিসে সরাসরি এসে কেনার সুযোগ আছে?

দুঃক্ষিত স্যার/ ম্যাডাম, আমাদের স্টোর ও সাপ্লাইয়ার ভিন্ন ভিন্ন স্থান থেকে প্রডাক্ট সাপ্লাই করে বিধায় এক স্থান হতে এখনো কেনার সুযোগ দিতে পারছিনা। ইনশাআল্লাহ, শীঘ্রই আমরা ঢাকা সহ সারা দেশে আমাদের আউটলেট স্থাপনের মাধ্যমে আপনাদের এই সুবিধা দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ততদিন শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের পাশেই থাকার অনুরোধ করছি আপনাদের।

আমি কি আপনাদের সাথে প্রোডাক্ট সাপ্লায়ার হিসেবে যোগদান করতে পারি?

আপনাকে স্বাগতম, আপনার প্রোডাকটি যদি কোনো বৈধ পণ্য হয় এবং এর একটি নির্দিষ্ট কোয়ালিটি বজায় রাখছেন বলে মনে করেন, তবে 096-96878258 এই নাম্বারে কল করে অথবা rokomarybazar@gmail.com এই ঠিকানায় মেইল করে জানাতে পারেন। আমাদের প্রতিনিধি দল শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে ব্যবসা স্থাপনের যথাযথ উদ্যোগ নেবে ইনশাআল্লাহ।

INFORMATION ABOUT US

CONTACT US FOR ANY QUESTIONS